মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

দেশজুড়ে

নভেম্বর ২৩, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

নাইম ইসলাম, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪ঃ৩০মিনিটের দিকে সুবিদখালী বাজার সংলগ্ন পূর্ব সুবিদখালী বাধঘাট এলাকায় এঘটনা ঘটে। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোন ঘটনা ঘটেনি।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস এর ওয়্যারহাউস ইন্সপেক্টর ফারুক হোসেন হাওলাদার জানান, খুব সকালে যখন আগুন লেগেছিল তখন সবাই ঘুমিয়েছিল। বৈদ্যতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিটের বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পাশের ঘরের সালাম আকনের স্ত্রী আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে ঘুম ভাঙলে জানালা খুলে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি তখন তাদের ঘরের লোকজনকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ডাক-চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীরা জানান, আগুনে ঘরে থাকা একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেলসহ দামি সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে ঘর সহ কিছুই রক্ষা পায়নি। এতে দশ লক্ষাধিক টাকার ঘরসহ মালামাল পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *