বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল জিয়া : কেন্দ্রীয় আ.লীগ নেতা মনির

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল জিয়া : কেন্দ্রীয় আ.লীগ নেতা মনির

দেশজুড়ে

আগস্ট ১৭, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জান মনির। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম মনিরুজ্জামান মনির বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড আসলে ৭১ এর পরাজিত শক্তি ও তাদের আন্তর্জাতিক দোসরদেরই ছিল। এটি ছিল সুদূরপ্রসারী ও সুপরিকল্পিত একটি গণহত্যা। এর মূল লক্ষ্য ছিল এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে চিরতরে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই পাকিস্তানি ভাবধারায় এ দেশ পরিচালিত হতে থাকে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এসব কিছুই বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারো নৌকায় ভোট দিয়ে তাকে জয়ী করতে হবে।

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ডেজলিং তালুকদার, রিয়াজ উদ্দিন মাতুব্বর ও ইউপি চেয়ারম্যান মাইনুল হায়দার নিপু। এছাড়াও স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সর্বসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খাঁন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *