হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মেয়র ও ওসি

হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মেয়র ও ওসি

দেশজুড়ে

অক্টোবর ১৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

সমীর সরকার, হালুয়াঘাট

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় পূজা আর মাত্র তিন দিন বাকী। এর মধ্যে পূজারীদের সকল পর্যায়ের প্রস্তুতি শেষের দিকে। শুক্রবার থেকে শুরু হয়ে শেষ হবে মঙ্গলবার, এবার মা দুর্গা দেবী আসছেন ঘটকে করে, যাবেনও ঘটকে করে। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী পূজার মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

এবার হালুয়াঘাটে ৬৩ টি পূজা মন্ডপ তৈরি করা হচ্ছে। এর মধ্যে হালুয়াঘাট পৌর শহরের ১০টি মন্ডপ তৈরী হচ্ছে। ১৭ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে হালুয়াঘাট পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ সুমন রায় ও উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা সুন্দর করার জন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার, কাউন্সিলর মকবুল হেসেন, আবদুল আজিজ, নূর আক্তার, সাজ্জাদ হোসেন লিমন, আবু জামান, সোহেল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওয়াদুদ ভূঞা, মেয়রের একান্ত সহকারী ইকবাল হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।

মেয়র সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পূজা অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান। এতে যদি কোন প্রকার কেউ বাধার সৃষ্টি করে তবে পৌরসভা, থানা, উপজেলা প্রশাসন সহ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পাশে থাকবে বলে জানান তিনি। তিনি পৌরসভার পক্ষ থেকে সকল পূজারী ও ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *