নাইক্ষ্যংছড়ির দোছড়ি তুলাতলি স.প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নাইক্ষ্যংছড়ির দোছড়ি তুলাতলি স.প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

দেশজুড়ে

ডিসেম্বর ৯, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম জনপদ দোছড়ি ইউনিয়নের তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

তিনি বলেন, একটি জাতির কল্যাণের বড় অন্তরায় হচ্ছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। এককথায় শিক্ষা জাতির মেরুদণ্ড। অনুন্নত জনপদ দোছড়ি ইউনিয়নের উন্নয়ন ত্বরাণ্বিত করতে শিক্ষার প্রতি আরো মনোনিবেশ করতে হবে।

তিনি তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রকাশিত প্রাথমিক বিদ্যালয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে অভিভূত হন।

নাইক্ষ্যংছড়ির দোছড়ি তুলাতলি স.প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
নাইক্ষ্যংছড়ির দোছড়ি তুলাতলি স.প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আগত অভিভাবকরা

প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ইদ্রিছ এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইরফান মাহবুব রায়হান, সহকারী শিক্ষক মো. আবু ছালেহ, ক্যম্রাঅং মার্মা, সহ সভাপতি মো. হোসেন, মো. হোছেন মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *