নাইক্ষ্যংছড়িতে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন

নাইক্ষ্যংছড়িতে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালন

দেশজুড়ে

অক্টোবর ১৮, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির / ইরফান মাহবুব / শাহাদাৎ হোসেন নাইক্ষ্যংছড়ি থেকে ফিরে।।

“শেখ রাসেল দ্বীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, নাইক্ষ্যংছড়ির উদ্যোগে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা’র নেতৃত্বে শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রবীর দেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চোচুমং মার্মা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো:ইরফান মাহাবুব রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, উপজেলা প্রকৌশলী, এলজিইডি। রেঞ্জ কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি। জনস্বাস্থ্য প্রকৌশলী, নাইক্ষ্যংছড়ি। উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জয়নাল আবেদীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করা হয়। আলোচনা সভা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।

অতিথিগণ তাদের বক্তব্যে, শেখ রাসেল এর জীবনী বিষয়ক বিবিধ আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *