মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টা, ৩ বখাটেকে পুলিশে দিল জনতা

মাদরাসা ছাত্রীকে অপহরণ চেষ্টা, ৩ বখাটেকে পুলিশে দিল জনতা

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক মাদরাসা ছাত্রীকে বখাটেরা উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় আপন ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ বখাটেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে সূত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন ঘটনার উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদককে জানান, ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাইশারী শাহ্ নুরদ্দীন দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী এবং একই মাদরাসার নব নির্বাচিত ছাত্রলীগের সভানেত্রী মুহাম্মদ হোসেনের কন্যা সাহিদা সুলতানা (১৬)। আলি মিয়া পাড়াস্থ নিজ বসত বাড়ী থেকে নারিচবনিয়া পাড়ার মুহাম্মদ হোসেন পুত্র মামুন, উত্তর থোয়াঙ্গা কাটা এলাকার আলি হোসেনের পুত্র নুরুল হুদা, পেঠান আলি পাড়া এলাকার আবদুস সালামের পুত্র তারেক ও বাইশারী এলাকার হোসেন সহ ১০/১২ জনের সংঘবদ্ধ বখাটে চক্র অপহরণের উদ্দেশ্যে টানাহেঁচড়া করেন। এসময় সাহিদা সুলতানার চিৎকারে বাড়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে বখাটে চক্রের কবল থেকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী এনামুল হক বাপ্পী জানান, বখাটে যুবকরা সাহিদা সুলতানা কে অপহরণে ব্যর্থ হয়ে ভিকটিমের আপন দুই সহোদর তৌহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা কে এলোপাতাডি ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা চালায়। তৌহিদুল ইসলামের শরীরের বিভিন্ন অঙ্গে ছুরির আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিনাতিপাত করছে। এ ঘটনায় তিন বখাটে যুবককে আটক করে স্হানীয় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা।

ভিকটিমের মা আয়েশা বেগম জানান, মেয়ে সাহিদা সুলতানা এবার দাখিল পরীক্ষার্থী। পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। মেয়ে লেখাপড়া করে একদিন পরিবারে স্বচ্ছতা আসবে এমন আশায় খেয়ে না খেয়ে মেয়ের লেখাপড়ার খরচ যুগিয়ে আসছেন। তাদের লালিত স্বপ্নে এখন যেন গুড়েবালি!

বখাটেরা মেয়েকে প্রতিদিন উত্যক্ত অতঃপর অপহরণের চেষ্টার ঘটনায় এখন তারা চোখেমুখে শর্ষেফুল দেখছে। চাপা আতঙ্কে দিন কাটছে সাহিদা সুলতানার পরিবারের। পাশাপাশি নিরাপত্তার অভাবে সাহিদা সুলতানা মাদরাসায় যাতায়াত বন্ধ করে দিয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহবুব জানান, শাহ্ নুরদ্দীন দাখিল মাদরাসার ছাত্রী সাহিদা সুলতানাকে বখাটে কর্তৃক উত্যক্ত ও অপহরণের অপচেষ্টার ঘটনায় ধৃত তিন বখাটে সহ অজ্ঞাতনামা ৮/১০ জন কে আসামী করে নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দায়ের করেছেন সাহিদা সুলতানার মা আয়েশা বেগম।

এ ঘটনায় ছাত্রলীগ সাহিদা সুলতানার পাশে থাকবে উল্লেখ করে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরো জানান, তিন বখাটেকে পুলিশ ইতোমধ্যে জেলহাজতে পাঠিয়েছে এবং বাকি বখাটে চক্রও অচিরে আইনের আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *