বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

রাজনীতি

মার্চ ১৯, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

এস এইচ শাকিল

১৭ ই মার্চ রবিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন পালিত হয়েছে।
এদিন সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি এর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিকেল চারটায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মঞ্জুরুল হক মঞ্জু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু’।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সালাম, সহ—সভাপতি কাজী মফিজুল হক, সহ—সভাপতি দেলোয়ার হোসেন, সহ—সভাপতি আব্দুল খালেক, আজীবন সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব (অব.) ড. রেজাউল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের বাচ্চু মোল্লা, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক এম টিপু সুলতান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক রেজাউল করিম শানু, আরমান হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম অপূর্ব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক সোমা আক্তার, আজীবন সদস্য আইরিন ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক শেখ জালাল আহমেদ, আলামিন চৌধুরী, সহ—সম্পাদক ডেভিড হালদার, মহানগর উত্তরের সভাপতি ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ড. শহিদুল ইসলাম, ব্যবসায়ী মাহফুজুর রহমান হেলাল, ডা. এস এম মফিদুল ইসলাম শাহিন,পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের জিএম (মার্কেটিং) এম. রহমান রনিসহ ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন স্তরের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল ইসলামের পরিচালনায় দোয়া ও ইফতারের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *