বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

দেশজুড়ে

অক্টোবর ২২, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ

ডেভিড এ হালদার

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর, শনিবার মতিঝিলের শাপলা ভবনের নিচ তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এম টিপু সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি, বরগুনা—২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ড. মশিউর মালেক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন তার কার্যক্রম দ্বারা কিভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে পারে, সে ব্যাপারে সবার ভিতরে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। সভায় জানানো হয় আগামী ২৮ অক্টোবর বিএনপি ও জামাত জোটের যেকোনো ধরনের হিংসাত্মক কার্যক্রম ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল নেতাকর্মী মতিঝিল শাপলা চত্বরে অবস্থান করবে।

ড. মশিউর মালেক বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবির থাকা ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে শক্তিশালী করতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এম টিপু সুলতানের নেতৃত্বে আজ ছয়টি থানা কমিটি গঠন ও কণ্ঠ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হল। এছাড়া অতি দ্রুততার সাথে বাকি থানার কমিটিগুলো গঠন করার জন্য সভাপতি নির্দেশনা দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কোনো দুঃসময়ে, দুর্যোগে, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ২০০২ সালের ২৫ শে জানুয়ারি আত্মপ্রকাশের পর থেকে দীর্ঘ ২১ বছর লড়াই সংগ্রামসহ স্বাধীন বাংলাদেশের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাজপথের সোচ্চার ছিল, আছে এবং থাকবে। আমরা বঙ্গবন্ধুর সৈনিক যে কোনো সময় জননেত্রী শেখ হাসিনার বিপদে জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করি না।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবিধান অনুযায়ী নির্বাচনের পথে দেশ। কিন্তু একটি কুচক্রী মহল জামাত—বিএনপি জোট ও কিছু মতলববাজ বুদ্ধিজীবীর কারণে দেশে সহিংসতা ও আগুন সন্ত্রাসের রাজনীতি জনসাধারণের জীবনযাপনকে বাধাগ্রস্ত করছে। এই অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি ও জামাত জোটের যেকোনো ধরনের সহিংসতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল শাপলা চত্বরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এর নেতাকর্মীদের শাপলা চত্বরে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করতে হবে।

এম টিপু সুলতান বলেন, নতুন ছয়টি থানা কমিটিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মশিউর মালেকের নেতৃত্বে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে, রাজপথে থাকতে আমাদের যে নির্দেশনা তিনি দেবেন আমরা তা পালন করব।

অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম (শানু)।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা, অ্যাডভোকেট নাহিদা সুলতানা, আমিনা ফেরদৌস, রূপালী, হাজী আল আমিন চৌধুরী, শেখ মোহাম্মদ জালাল, সিরাজুল ইসলাম স্বপন, আরমান হোসেন, আইরিন ইসলাম, নাসির উদ্দিন, মিজানুর রহমান, এসডি জোসেফ, অ্যাডভোকেট লাকি, আসাদুল ইসলাম অপূর্ব, মহিলা আওয়ামী লীগ নেত্রী খুশি আক্তার সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ ও নবগঠিত গেন্ডারিয়া থানা কমিটির সভাপতি, মনসুর আলী পিন্টু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন, মতিঝিল থানা কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক কে এম রেজাউল রহমান, পল্টন থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ইউসুফ, কদমতলী থানা কমিটির সভাপতি নাজিম উদ্দিন নাজিম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিংকোন, বংশাল থানা কমিটির সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল, ওয়ারী থানা কমিটির সভাপতি এস এম সম্রাট, সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, ধানমন্ডি থানা কমিটির সাধারণ সম্পাদক স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *