বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব কর্তৃক আয়োজিত ‘জয় বাংলা ম্যারাথন ২০২৪’ এ অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু

স্পেশাল

মে ১৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

আগামী ৭ জুন ভোর ৫ টায় ঢাকার হাতিরঝিলে “জয় বাংলা ম্যারাথন-২০২৪” শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার ১৪ মে ২০২৪ খ্রি: সকাল ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ওয়েবসাইট এর উদ্বোধনসহ হাফ ম্যারাথনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হাফ ম্যারাথন আয়োজন করা হচ্ছে। ৭ তারিখটি নির্ধারণ করা হয়েছে তারিখটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে। ১৯৭১ সালের ৭ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই তারিখটি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের জন্য বিখ্যাতভাবে স্মরণ করা হয়। ‘৭ই মার্চের ভাষণ’ নামে পরিচিত এই ভাষণটি বাঙালি জনগণকে জাগিয়ে তুলতে এবং স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। তাই ৭ই মার্চ, ১৯৭১, বাংলাদেশের স্বাধীনতার দিকে যাত্রার সূচনার প্রতীক এবং বাঙালি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের অন্বেষণে তাদের সাহস, সংকল্প এবং স্থিতিস্থাপকতার স্মারক হিসেবে কাজ করে।
এর আগে, ১৯৬৬ সালের ৭ই জুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার পথে এখনও একটি নির্দিষ্ট পয়েন্ট অব রেফারেন্স। দিনগুলোর তাৎপর্য স্মরণে রাখতে জয় বাংলা ম্যারাথন নামকরণ করা হয়েছে। এই ম্যারাথনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশী নাগরিকদের মধ্যে একটি সুস্থ ও সক্রিয় লাইফ স্টাইল চর্চায় উদ্বুদ্ধ করা।
“জয় বাংলা ম্যারাথন-২০২৪” প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সহ প্রতিযোগিতার সকল আপডেট প্রকাশের লক্ষ্যে তৈরিকৃত ওয়েবসাইট উদ্বোধন করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি কাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রতিযোগীদেরকে ৩ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৭৫ কিলোমিটির পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারীদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট। ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে দৌঁড়বিদদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একাধিক মেডিকেল টীম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে । ১৬ বছরের ঊর্ধ্বে যে কোন নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম বলেন,“ বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব প্রতি বছর ঢাকা জেলা পুলিশ লাইনস্, মিল ব্যারাক, গেন্ডারিয়া, ঢাকায় ৪০০/৮০০ মিটর দৌড়সহ কয়েকটি ইভেন্টের আয়োজন করত, যার অংশগ্রহণকারী ছিল পুলিশ সদস্যরা। আমরা বৃহৎ পরিসরে সাইক্লিং অথবা ম্যারাথন আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে একাধিক মিটিং করি এবং কমিটি গঠন করি।”
তিনি আরো বলেন, “ম্যারাথন আয়োজন চ্যালেঞ্জিং হলেও আমরা এর বাস্তবায়নে অনেকদূর এগিয়েছি। সকলের সহযোগিতায় এ মেগা ইভেন্টে বাস্তবায়ন করতে পারব বলে আমরা বিশ্বাস করি।”
“জয় বাংলা ম্যারাথন-২০২৪” এর সভাপতি এবং সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) বলেন, “বাংলাদেশ পুলিশ প্রথম বারের মতো একটি বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটিতে ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণ হওয়ায় আয়োজকদের কার্যপরিধি বিশাল। সময় কম হলেও আমরা তা করছি।” তিনি আরো বলেন, “ম্যারাথন অনুষ্ঠানের ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
ম্যারাথনের ওয়েবসাইট (joybanglamarathon.com) এর মাধ্যমে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েব সাইটে বিস্তারিত নিয়ামাবলী ও শর্তাবলী উল্লেখ আছে। ম্যারথন উপলক্ষে Joy Bangla Marathon 2024 ফেসবুক পেজ খোলা হয়েছে। ফেসবুক পেজ থেকেও নিয়মিত আপডেট জানা যাবে।
ম্যারাথন অনুষ্ঠান উদ্বোধন করবেন সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পুরস্কার বিতরণ করবেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- “জয় বাংলা ম্যারাথন-২০২৪”, এর সাধারণ সম্পাদক ও যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্), ডিএমপি মোহাম্মদ জায়েদুল আলম, বিপিএম, পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি লিটন কুমার সাহা, বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব এর সাধারণ সম্পাদক ও পুলিশ সুপার ঢাকা জেলা মোঃ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), ডিএমপি, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর), পুলিশ হেডকোয়ার্টার্স, পিবিআই মিডিয়া শাখার প্রধান, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, ম্যারাথন রানার (আয়রন ম্যান ৭০.৩ ফিনিশার ও বাংলা চ্যানেল বিজয়ী প্রথম চিকিৎসক ডা: সাকলাইন রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *