জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইগাতীতে নারী সমাবেশ

দেশজুড়ে

অক্টোবর ১, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

হারুন-অর-রশিদ

শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ঝিনাইগাতী উপজেলা সদরের আহাম্মদনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় তিনি সমাবেশে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে নারী নির্যাতন, সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিয়ে বন্ধ এবং ইভিটিজিং অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে আহ্বান জানান।

জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন। সমাবেশে আরও বক্তব্য দেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, আহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসানসহ অন্যান্যরা। এ সময় সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষক, বিপুল সংখ্যক নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *