বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদর দপ্তর উদ্বোধন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি

জাতীয় দেশজুড়ে

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

এস এইচ শাকিল

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাজধানীর মালিবাগে শাহজালাল কমপ্লেক্স এর দশম তলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বহুমুখী কার্যক্রমের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় সদর দপ্তর উদ্বোধন করেন। সংগঠনের এ দপ্তরে একই সাথে থাকবে সংগঠনের, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও ক্রীড়া ক্ষেত্রের প্রকল্পসমূহ সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন মিলনায়তন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পোর্টস একাডেমি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা প্রকল্প, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আইনসেবা কেন্দ্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন ললিতকলা একাডেমি সমূহের কার্যালয়।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখন থেকে সংগঠন আরো গতিশীল হবে। সংগঠনের প্রকল্প সমূহের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। এখান থেকে দেশের রাজনীতি ও অর্থনীতির উপরে নিয়মিত দৃষ্টি রেখে পর্যালোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে নতুন প্রজন্মকে ভবিষ্যতের স্মার্ট সোনার মানুষে পরিণত করার প্রচেষ্টা চালানো হবে। এ সংগঠন দেশের মানুষের চাহিদা মোতাবেক সরকার ও সমাজকে জনকল্যাণমুখী কর্মসূচি নিতে উদ্বুদ্ধ করবে। সে ক্ষেত্রে প্রয়োজনে আন্দোলন করতে হবে। সংগঠনটি বর্তমানে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছে। তিনি সরকারের কাছে অনতিবিলম্বে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তিনি আরো বলেন এ বছর সংগঠনটির সম্মেলন হবে এবং শক্তিশালী কমিটি গঠন করে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রেরণায় শক্তিশালী স্থানীয় সরকার গঠনের দাবিতে আন্দোলনসহ দুর্নীতি ও মুনাফাখোর মুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাকসুর সাবেক ভিপি এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু টেলিফোনে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেকের পরিচালনায় সংগঠনের সহ— সভাপতি ডা: এম এ সালাম, এডভোকেট আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, কাজী মফিজুল হক, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, আবুল খায়ের বাচ্চু মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাশেদ সিমন, তথ্য ও গবেষণা সম্পাদক ও পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়াম্যান ও সাপ্তাহিক শীর্ষ খবর পত্রিকার সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান (শাশ^ত মনির), নাসির উদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিণ এর আহব্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহব্বায়ক আরমান হোসেন, মহানগর উত্তরের সভাপতি ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ড. শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম কুদ্দুছ মল্লিক, আজীবন সদস্য সাবেক জাতীয় ফুটবলার ফিরোজ মাহমুদ টিটুসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু তাহের, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী আবু তাহের, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শানু, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন ভূইয়া, সংগঠনের আজীবন সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সৈয়দ আইনুল হক, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের জিএম (মার্কেটিং) এম রহমান রনিসহ প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্যগণ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠন, দেশ ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মহানগর দক্ষিণের ধর্ম বিষয়ক কমিটির প্রধান মাওলানা খাইরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *