লেবাননে ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬

লেবাননে ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৬

আন্তর্জাতিক স্লাইড

অক্টোবর ৩, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৮৫ লেবানিজ।

বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরাইলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরাইলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

রাতভর রাজধানী বৈরুতে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি।

লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি সেনাদের। বুধবার একদিনে, আট সেনা হারিয়েছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *