আবাসন খাতে গ্রাহকের আস্থার নাম পুষ্পধারা

অর্থনীতি

অক্টোবর ৩, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ

কবীর আলমগীর।।

আবাসন খাতে ক্রেতাদের কাছে আস্থার নাম পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। গ্রাহকদের জন্য মডেল আবাসন ব্যবস্থার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এই আবাসন কোম্পানিটি।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মাসেতুর নিকটবর্তী ষোলঘর, ওমপাড়া, কেয়টখালী মৌজায় গড়ে উঠেছে পরিবেশবান্ধব পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

প্রকল্পটি খ্যাতনামা নগর পরিকল্পনাকারী, স্থপতি এবং প্রকৌশলীদের একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছে। জীবনযাত্রার পরিবেশ উন্নত ও সুবিধাজনক করার জন্য আবাসিক এবং বাণিজ্যিক বিবেচনার একটি মিশ্রণ প্রস্তাবিত জনপদের সামগ্রিক বিন্যাসে রাখা হয়েছে।

পুষ্পধারা সব পেশার মানুষের দ্রুত বর্ধমান আবাসন চাহিদা পূরণের চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে, যা বর্তমানে একটি সফল আবাসন প্রকল্প হিসেবে রূপ নিয়েছে।

পুষ্পধারার আবাসন প্রকল্প থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাতায়াতের সুবিধা থাকায় প্রতিনিয়ত গ্রাহকের ব্যবসা বা ব্যক্তিগত সমৃদ্ধি বৃদ্ধির সুযোগ প্রসারিত হবে।

প্রকল্পের মধ্যে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। থাকবে পানি-বিদ্যুৎ-গ্যাস সুবিধা। প্রকল্পের অভ্যন্তরে থাকছে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক মানসম্মত খেলার মাঠ ও জিমনেসিয়াম। থাকবে নামকরা হাসপাতাল, ক্লিনিক এবং প্রস্তাবিত আন্তর্জাতিক মানসম্মত মেডিকেল কলেজ ও হাসপাতাল।

থাকবে লিফট, এস্কেলেটর, ফায়ার ফাইটিং সিস্টেম এবং প্রতিটি ব্লকের জন্য পৃথক গাড়ি পার্কিংসহ অত্যাধুনিক সুবিধাসংবলিত মাল্টিস্টোরিজ শপিংমল, লেক, আধুনিক বৈশিষ্ট্যযুক্ত চিলড্রেনস পার্ক। আধুনিক কমিউনিটি সেন্টার, লেডিজ ক্লাব, থিয়েটার ও সিনেমা হল, বিনোদনমূলক উদ্যান এবং সুইমিংপুল এখানকার বাসিন্দাদের দেবে আধুনিক নানা সুবিধার নিশ্চয়তা।

পুষ্পধারার প্রকল্প সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম বলেন, পুষ্পধারা গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। একটি ব্র্যান্ড কোম্পানি হিসেবে আমরা সব সময়ই গ্রাহক সন্তুষ্টি এবং গ্রাহকের সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে থাকি। আবাসন কোম্পানি হিসেবে পরিবেশবান্ধব নির্মাণে আধুনিকত্বের ছোঁয়া থাকবে।

পুষ্পধারার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, একটি সুন্দর ও নিরাপদ আবাসন মানুষের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে একজন মানুষ হয়তো তার সর্বোচ্চটুকুই বিনিয়োগ করেন। আর তাই মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতেই আবাসন শিল্পে কাজ করছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *