ভালুকায় এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিষ্কার

ভালুকায় এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষার্থী ও ১ শিক্ষক বহিষ্কার

দেশজুড়ে

জুলাই ৭, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

সফিউল্লাহ আনসার, ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকায় এইচএসসি ও সমমানের পরিক্ষার ৪র্থ দিনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় নকল ও সিট পরিবর্তন করে পরিক্ষা দেওয়ার দায়ে ০৮ শিক্ষার্থী এবং ১জন কক্ষ পরিদর্শককে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে বহিষ্কারের নিদের্শনা দিয়েছেন।

রবিবার সকাল( ১১টায়) পরিক্ষার ৪র্থ দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ০৮ জন পরীক্ষার্থীকে এবং একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান।বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ০৮ পরীক্ষার্থী ও এক শিক্ষককের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *