১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা

১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা

অর্থনীতি স্লাইড

ডিসেম্বর ২৬, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর শুরু হচ্ছে ১ জানুয়ারি। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু-চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্যমেলার প্রস্তুতিও চলছে পুরোদমে। ২৫-৩০ ডিসেম্বরের মধ্যেই বুঝিয়ে দিতে হবে স্টল। কুড়িল থেকে পূর্বাচলে যাতায়াতের রাস্তার কাজও প্রায় শেষ। স্টল বাড়ানোয় জমজমাট বাণিজ্যমেলার আশা করছেন ব্যবসায়ীরা।

ঢাকা থেকে মেলায় পৌঁছাতে কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট মূল সড়ক ধরে পৌঁছাতে হয় পূর্বাচল। নির্মাণকাজ চলায় গতবছর দর্শনার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দর্শনার্থীও ছিল তুলনামূলক কম। এবার সড়কের অবস্থা কিছুটা ভালো। এখন চলছে একাধিক ফুটওভার ব্রিজ নির্মাণকাজ।

গতবারের মতো দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে চালু করা হবে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস। মেলা সফল করতে প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে। মেলায় এবারও সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুডস্টল ও রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরিতে স্টল থাকবে। এবারের মেলায় ১২টি দেশের ৩ শতাধিকের বেশি প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানা গেছে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় ১৯৯৫ সাল থেকে যৌথ উদ্যোগে মেলা করেছে রাজধানীর আগারগাঁওয়ে। তবে গতবছর প্রথমবারের মতো পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাণিজ্যমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *