সন্ধান মিলেছে নেপালে হারিয়ে যাওয়া সেই উড়োজাহাজের

আন্তর্জাতিক স্লাইড

মে ৩০, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ

নেপালে ২২ আরোহী নিয়ে যাত্রাপথে নিখোঁজ হওয়া উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে।

রোববার (২৯ মে) নেপালের স্থানীয় বিমান পরিবহন সংস্থা তারা এয়ারের ফ্লাইট ৯এনএইটি উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা শহর থেকে জমশমের উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলে সেটি।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, পার্শ্ববর্তী মুসতাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির সন্ধান মিলেছে। নিখোঁজ উড়োজাহাজের সন্ধান পেতে সেটির ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের মোবাইল ফোনের অবস্থান ট্র্যাক করেছে নেপাল টেলিকম।

তবে সেটির ঠিক কি অবস্থা তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে সেটি বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজটির ২২জন আরোহীদের মধ্যে ১৩ জন নেপালি নাগরিক, চারজন ভারতীয়, দুইজন জার্মান নাগরিক এবং তিনজন ক্রু সদস্য ছিল বলে জানা গেছে।

এদিকে উড়োজাহাজটির অবস্থানে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অবতরণ করেছে। তারা এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *