হল ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায় ঢাবি শিক্ষার্থীরা

দেশজুড়ে

আগস্ট ১০, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

ঢাবি প্রতিনিধি,

বেশ কয়েকবছর ধরে অধিক মাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি কলুষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একদল শিক্ষার্থী মনে করে ছাত্ররাজনীতি একবারে নিষিদ্ধ না করে। বরং এইটার গুণগত মান বৃদ্ধি করা জরুরী।

তবে হল এবং ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। যার ফলে ছাত্র রাজনীতির নামে হলে যে গেস্টরুম, গণরুম, সিট বাণিজ্য, শারীরিক নির্যাতন, চাঁদাবাজি ও হত্যার মতো ঘৃণ্য ঘটনা ঘটে আসছে। তা বন্ধ করা সম্ভব হবে। অন্যদিকে তারা ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্ররাজনীতিও নিষিদ্ধ চায়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্ররাজনীতির তেমন তৎপরতা লক্ষণীয় না। তবে শিক্ষার্থীরা মনে করে, শুধু হল ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলে। ছাত্রসংগঠন গুলো এই শূণ্যতা পূরণ করার জন্য ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্ররাজনীতির তৎপরতা বৃদ্ধি করবে। যার ফলে একাডেমিক লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। সেই জন্য অধিকাংশ শিক্ষার্থী মনে করে, ছাত্র সংগঠনগুলোকে পেশিশক্তির বিপরীতে আদর্শ ভিত্তিক ও সুস্থ ধারার মধুর ক্যান্টিন ভিত্তিক ছাত্ররাজনীতি করার সুযোগ দিক। হল ও ডিপার্টমেন্ট ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *