সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিলেন মাহরেজ

সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিলেন মাহরেজ

খেলা

জুলাই ২৯, ২০২৩ ৯:০৩ পূর্বাহ্ণ

ম্যানসিটি ছেড়ে সৌদি ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহরেজ। ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে আহলি। এ তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

গত ১৯ জুলাই মাহরেজ ম্যানচেস্টার সিটি ছেড়ে আল আহলির সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেন। এবার সৌদি ক্লাবটিতে যোগ দিলেন তিনি। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড আল আহলিতে পাবেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবার্তো ফিরমিনো ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক খেলোয়াড় সেন্ট ম্যাক্সিমিনকে।

ম্যানসিটি ছাড়া মাহরেজ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আমার জন্য সম্মানের। ট্রফি জিততে আমি সিটিতে এসেছিলাম। এখানে আমি ফুটবল উপভোগ করেছি, অনেক অর্জন আছে। আমার জীবনে ম্যানচেস্টার সিটি দারুণ খুশির উপলক্ষ হয়ে থাকবে।’

লেস্টার সিটি থেকে ২০১৮ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন মাহরেজ। এরপর ক্লাবের হয়ে সব মিলিয়ে ২৩৬টি ম্যাচ খেলেন তিনি। ৭৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫৯ গোল করিয়েছেন তিনি। সিটি ক্যারিয়ারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবো কাপ ও কমিনিউটি  শিল্পসহ মোট ১১টি শিরোপা জিতেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *