সৌদিসহ মধ্যপ্রাচ্যে কবে ঈদ, জানা যাবে আজই

সৌদিসহ মধ্যপ্রাচ্যে কবে ঈদ, জানা যাবে আজই

আন্তর্জাতিক স্লাইড

জুন ১৮, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এ লক্ষ্যে রোববার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

ঐ বৈঠক থেকেই সিদ্ধান্ত নেয়া হবে মধ্যপাচ্যের দেশগুলোতে কবে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর এর পরের দিন বাংলাদেশে উদযাপন করা হবে ঈদ।

মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার (১৯ জুন)। সেদিন খালিচোখে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সবদেশে (সবুজ রঙ চিহ্নিত অঞ্চল) জিলহজের চাঁদ দেখা যাবে।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।

আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

এদিকে মুনসাইটিংডটকমের প্রকাশিত গ্রাফিক্সে দেখা যাচ্ছে ১৮ জুন মধ্যপ্রাচ্যে (লাল রঙ চিহ্নিত অঞ্চল) চাঁদ দেখতে বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *