সোনার দাম আরো কমলো

সোনার দাম আরো কমলো

অর্থনীতি

মে ১৩, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে শুক্রবার সোনার দাম আরো কমেছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবসে নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটলো। সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডলার স্থিতিশীল হয়েছে। এছাড়া মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দর হারিয়েছে সোনা। তবে এখনও প্রতি আউন্সের দাম ২০০০ ডলারের ওপরে আছে। চলতি বছরের শেষদিকে সুদের হার হ্রাসের প্রত্যাশায় এ অবস্থানে রয়েছে মূল্যবান ধাতুটি।

চলতি কার্যদিবসে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম কমেছে শূন্য দশমিক ৫৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৪ ডলার ৫২ সেন্টে। সবমিলিয়ে চলমান সপ্তাহে বেঞ্চমার্কটির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে সোনার দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০০৯ ডলার ৬০ সেন্টে।

এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, সোনায় সীমিত লোকসান হয়েছে। কারণ ইউএস ঋণের পরিসীমা নির্ধারণ এবং ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *