সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: তাসকিন

খেলা

আগস্ট ২৭, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। সেই লক্ষ্যে আজ দুপুরেই দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। আর দেশ ছাড়ার আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে টাইগার বাহিনী। তবে এর বহরে নেই লিটন দাস ও তানজিম হাসান সাকিব। তানজিমের আলাদা ফ্লাইট থাকলেও লিটন শেষ মুহূর্তে যেতে পারছেন না জ্বরের কারণে।

আসন্ন টুর্নামেন্টে টাইগারদের মূল লক্ষ্য জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ বার ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’

প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *