সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজনীতি

নভেম্বর ১৯, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

 

সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলা কালে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে।

শহরের জামতলা থেকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে আসেন। একই সময়ে উল্টো দিকের আরপিননগর থেকেও একটি মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসেন। পুলিশ এ সময় নেতাকর্মীদের বাধা দিলে দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউণ্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে তা পরে বলতে হবে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১২টা পর্যন্ত পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *