সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

খেলা স্লাইড

জুলাই ৮, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ১৭ রানে হেরেছে স্বাগতিকরা। ফলে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসের দলের।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগ মুহূর্তে বাংলাদেশ শিবিরে দেখা দিয়েছে অস্থিরতা। কেননা প্রথম ম্যাচ হারের পর হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন টাইগারদের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এতে দায়িত্ব ভার উঠেছে দলের সহ-অধিনায়ক লিটন দাসের কাঁধে।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর কিছুক্ষণ পরেই চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন লিটন দাস।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া গর্বের বিষয়। আমি আগেও দায়িত্ব পালন করেছি। ভালো কিছুর করার চেষ্টা করবো।’

তামিমের অবসরের সিদ্ধান্তে টাইগারদের নেতৃত্বে পরিবর্তন এসেছে। এতে স্বাভাবিকভাবেই দ্বিতীয় ওয়ানডের একাদশেও পরিবর্তন আসবে। যেখানে তামিমের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে রনি তালুকদার কিংবা মোহাম্মদ নাইমকে।

অন্যদিকে টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানদের ডেরায় বইছে স্বস্তির হাওয়া। ফলে সিরিজ জয়ের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে সফরকারীরা।

সিরিজ জয়ের প্রত্যাশা জানিয়ে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী বলেন, ‘বাংলাদেশে এসে তাদের বিপক্ষে ম্যাচ খেলাটা সহজ নয়। তবে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ড্রেসিং রুমের পরিবেশ শান্ত রয়েছে। আমরা আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জিততে পারব, ইনশাআল্লাহ।’

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ১২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ৭বার জয় ও পাঁচবার হারের মুখ দেখেছে টাইগাররা। যার সবশেষ হারটি বুধবার (৫ জুলাই) দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিশ্চিতভাবেই এ জয় স্বস্তি দিচ্ছে আফগান আটলানদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম/রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী ও সেলিম সাফি।

সিরিজের বাকি একটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামেই। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই। এরপর সিলেটে ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *