সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময়  আটক-১

দেশজুড়ে

আগস্ট ২, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

মোঃ ইলিয়াস হোসেন স্বপন, (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে একজনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলো কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে শামীম সরকার।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শিবপুর গ্রামের বিভিন্ন দোকানে গিয়ে নিজেকে ডিবির কর্মকর্তা বলে পরিচয় দেয় এবং চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা দাবি করেন। এলাকাবাসী তার কথাবার্তা  অসামঞ্জস্যতা পেলে স্থানীয় কিছু সাংবাদিকদের শরণাপন্ন হয় পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে তিনি স্বীকার করেন তিনি আসলে ডিবির কোন কর্মকর্তা নয়। পরে এলাকাবাসী উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সুত্রধর বলেন, একটি চক্র দীর্ঘদিন হলো ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে তার সাথে কে বা কাহারা সম্পৃক্ত আছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *