সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশজুড়ে

নভেম্বর ২০, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে বিপুল সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন।

বিজিবির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। তবে হরতালের দ্বিতীয় দিন (সোমবার) সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরপর হরতাল ও পাঁচদফা অবরোধের পর আবারও টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *