সারা দেশে ডিজিটাললি জরিপ করার সিদ্ধান্ত: ভূমিমন্ত্রী

সারা দেশে ডিজিটাললি জরিপ করার সিদ্ধান্ত: ভূমিমন্ত্রী

জাতীয়

জুলাই ৫, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সারা দেশে ডিজিটাললি জরিপ করার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমিসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন’ সংশোধনের প্রস্তাব ৬ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। আইনটি সংশোধন হলে সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতিতে তাৎক্ষণিকভাবে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। বর্তমানে এ ধরনের ৫৮টি বিভাগীয় মামলা চলমান। বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩১ জরিপ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

জরিপের সব স্তরে ঢাকা জোনের ভূমি মালিকরা এসএমএস ও মেইল পেয়ে থাকেন। পর্যায়ক্রমে সব জোনকে এই সেবার আওতায় আনা হবে।

তিনি বলেন, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক সভা এবং সেমিনার আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হয়। ডাক বিভাগের মাধ্যমে সেবা গ্রহীতার বাসায় ম্যাপ পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *