সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: এমপি আশু

দেশজুড়ে

মার্চ ১১, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে জেলা সদর হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎকদের মানব সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। হাসপাতালের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিককে গুরুত্ব না দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগিদের সেবা দানে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। এসময় আলোচ্য সূচির মধ্যে কয়েকটি বিষয় সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন এমপি আশু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সুফিয়ান রুস্তম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের আর এমও ডা. শেখ ফয়সাল আহমেদ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এসএমএ মুক্তাদির তামিম প্রমুখ।

সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল, রেজুলেশ পাঠ ও অনুমোদন, জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যান্তরে দালাল, এ্যাম্বুলেন্স, ইজিবাইক সম্পর্কিত বিষয় সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *