সাতক্ষীরায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

ইত্যাদি

জুন ১৬, ২০২২ ৫:১১ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা

“জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উনয়ন্নে অংশ নিন” এই স্লোগানে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও সপ্তাহব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২ শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধনী র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। এ সময় জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বশির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোঃ আরিফুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী র‌্যালিটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বশির উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষীন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ হাজার ৯শত ২৭ জন গণনকারি, ৮২৯ জন সুপাভাইজার, ৪৭ জন জোনাল অফিসার, ৭ জন উপজেলা জনশুমারি সম্বনয়কারী ও ২ জন জেলা জনশুমারি সম্বনয়কারী কাজ করছে। ১৫ই জুন সকাল ৮টা থেকে ২১ শে জুন রাত্র ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *