সাংবাদিকদেরও পেট আছে তাদেরও বাজার করতে হয়: এমপি ইব্রাহিম

দেশজুড়ে

মে ৭, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি নোয়াখালী :

অনেক গণমাধ্যম তাদের প্রতিনিধিদের নিয়মিত বেতন দেয় না। সারাদিন মানুষের জন্য কাজ করে তাদের বাড়ি ফিরতে হয়। সাংবাদিকদের ও পেট আছে, তাদেরও বাজার করতে হয়। এভাবে তো মানুষের জীবন চলতে পারে না। এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
শনিবার (৬ মে) সন্ধ্যায় চাটখিল উপজেলার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

এমপি ইব্রাহিম আরও বলেন, সব পেশার একটা পরিচয় আছে এবং নির্দিষ্ট বেতন কাঠামো আছে। অনেক সাংবাদিকদের জন্য তাও নেই। তারা কষ্টে জীবন যাপন করেন। সমাজের সত্য ঘটনা তুলে ধরলেও নিজেদের ঘটনা কাউকে বলতে পারেন না।
বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অনেক গ্রুপ, অনেক দল। উপজেলা পর্যায়েও অনেকগুলো প্রেসক্লাব রয়েছে। নিজেদের প্রয়োজনে সবাইকে এক থাকতে হবে। সব সময় সত্য তুলে ধরতে হবে। আপনাদের কাজগুলো আমাদের উৎসাহ দেয়। আমাদের সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা পাশে থাকবো।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, সাংবাদিক রিপন মজুমদার, মিজানুর রহমান বাবর, সোহেব হোসেন ভুলু, আবু তৈয়ব, মামুন হোসেন, দিদারুল আলম, কামরুল কানন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন বাঁধন, শেখ ফরিদ, অমলেশ ভট্টাচার্য পলাশ, সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *