সহজেই বানিয়ে ফেলুন ‘লিচুর আইসক্রিম’

সহজেই বানিয়ে ফেলুন ‘লিচুর আইসক্রিম’

লাইফস্টাইল

জুন ১১, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

বাজারে এখন লিচু বেশ সহজলভ্য। তবে গ্রীষ্মকালীন এ রসালো ফলটি খুব কম সময়ের জন্য আসে। স্বাদ ও গন্ধের জন্য লিচু প্রায় সবার কাছেই প্রিয়। শুধু স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর এ ফল।

লিচু শুধু এমনিতেই খেয়ে থাকি আমরা। তবে এখন চাইলেই লিচু দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন আইসক্রিম। তো এবার জেনে নিন রেসিপিটি-

উপকরণ

১. লিচু ১ কাপ
২. গুঁড়া দুধ ১ কাপ
৩. কর্নফ্লাওয়ার ৩/৪ টেবিল চামচ
৪. দুধ ৩ কাপ
৫. চিনি আধা কাপ ও
৬. ফ্রেশ ক্রিম আধা কাপ।

প্রণালী

প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ১ কাপ তরল দুধ ও ভুট্টার ময়দা মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশ্রণটি ফেটাতে হবে। এবার একটি প্যানে অবশিষ্ট দুধ যোগ ও চিনি মিশিয়ে নিন। ফুটাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন।

প্যানে ভুট্টার ময়দার মিশ্রণ ঢেলে দিন। তারপর মাঝারি আঁচে আরো ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার ক্রিম ও লিচুর টুকরো যোগ করে মিশিয়ে নিন ভালোভাবে।

তারপর মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে লিচুর আইসক্রিম। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন প্রিয়জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *