সরকার বিদায় নিলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে: মঈন খান

রাজনীতি

মার্চ ১৪, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত জনগণের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেন, একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসায় জনগণের কাছে জবাবদিহি নেই সরকারের।

রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে তার বাসায় দেখতে গিয়ে এ কথা বলেন ড. আবদুল মঈন খান।

তিনি দাবি করেন, ৭ জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করেছে যা জনগণ ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার জনগণের সঙ্গে বিদ্রুপ করছে। দেশের মানুষকে বাঁচাতে সরকার পতনের কোনো বিকল্প নেই।

মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দাবি আদায় করতে চায়। লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। কিন্তু ২৮ অক্টোবর সরকার ভীত হয়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। এরপর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *