সরকারের নির্যাতনে নেতাকর্মীদের ঈদ আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম: রিজভী

সরকারের নির্যাতনে নেতাকর্মীদের ঈদ আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম: রিজভী

রাজনীতি

এপ্রিল ১১, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে।

রাজধানীর কাফরুল থানা বিএনপি আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য জনগণের কাছে অধরা থেকে গেলেও, সরকারের ঘনিষ্টরা লুটপাট করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী হচ্ছেন।

সরকারের নির্যাতনে দলের নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে বলেও জানান তিনি।

রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সরকার ও আওয়ামী লীগ নেতারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি আরও বলেন, আর একদিন পর ঈদ। অথচ বাংলাদেশের ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না, সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ, তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *