সব জেলাতেই মুক্তি পেতে যাচ্ছে মুজিব:একটি জাতির রূপকার

রাজনীতি

অক্টোবর ১৮, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত বায়েপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’এবার মুক্তি পাবে বাংলাদেশের সব জেলাতেই ।প্রদর্শন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আরিফিন শুভ হিমালয়সম বঙ্গবন্ধুকে খুব ভালোভাবে ধারণ করতে পেরেছেন। আর এর মধ্যদিয়েই আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
তিনি বলেন

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।

এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *