“সততা নিষ্ঠা ও আদর্শের প্রতীক : বর্তমান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর”

দেশজুড়ে

এপ্রিল ১৪, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

পবিত্র দাস ( জাককানইবি প্রতিনিধি) :

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন ময়মনসিংহের সর্বকনিষ্ঠ তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। প্রার্থীদের কর্মতৎপড়াতার পাশাপাশি ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচন মূখর হয়ে উঠেছে পুরো উপজেলা।
ভোটে অংশ নেবার ন্যূনতম সম্ভাবনা না থাকায় নিরব বিএনপি, প্রার্থীর ছড়াছড়ি ক্ষমতাসীন আওয়ামীলীগে, জাতীয় পার্টিও পিছিয়ে নেই। সম্ভাব্য প্রার্থীদের মাঠের নেতাকর্মীদের সাথে সম্পর্ক উন্নয়ন, গণসংযোগ, নানা সেবামূলক কাজ-কর্ম, উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন, প্রচার-প্রচারণা, এলাকায় এলাকায় ইফতার আয়োজন ও দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি দেনদরবার তদ্বিরসহ নানা কর্মকান্ডে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটাররাও ভোট দানে প্রস্তুতির পাশাপাশি নানা হিসাবনিকাশে এলাকায় সরগরম করছেন।
এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর। । রাজনৈতিক জীবনে তিনি সম্পৃক্ত ছিলেন দেশের প্রতিটা আন্দোলনে সংগ্রামে। রাজনীতিক হিসেবে তিনি এক আদর্শিক নেতা- যাহার রয়েছে এক বর্নাঢ্য রাজনৈতিক জীবন। যার অংশ বিশেষ – তিনি ১৯৬৫ সনে ছাত্রলীগের সদস্য,৬ দফা, ১১ দফা, ৬৯ এর গন অভ্যুত্থানে সক্রিয়,১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের একজন সরাসরি যোদ্ধা,১৯৭৩ সনে অবিভক্ত ফুলপুর-তারাকান্দার গালাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত,১৯৭৫সনে বঙ্গবন্ধু হত্যার পর বিভিন্ন মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে ৯ মাস আত্মগোপন,স্বৈরাচারবিরোধী আন্দোলনে ৩ বার গ্রেফতার হয়ে দীর্ঘ নয় মাস কারাবরণ,বর্তমানে নবগঠিত তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে উপজেলার সকল স্তরে সমালোচনার উর্ধ্বে থেকে উন্নয়নের ছোঁয়া লাগাতে সার্বিক ভূমিকা পালন,তাছাড়া মানবাধিকার সংরক্ষণ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা হিসাবেও তিনি অবদান রাখছেন।
তারাকান্দা নামটা উঠলেই যার নামটা চোখের সামনে সবার আগে ভেসে ওঠে —তিনি আর কেউ নন। মরহুম জননেতা ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা,৫ বারের সংসদ সদস্য শামসুল হক। শামসুল হকের যোগ্য সহচর হিসাবেও ছিলেন প্রদীপ চক্রবর্ত্তী রনু ঠাকুর।
বর্তমান ফুলপুর-তারাকান্দার সাংসদ -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়। জনাব শরীফ আহমেদরও যোগ্য সহচর হিসাবেও আছেন তিনি।
সর্বোপরি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর সাহেবের রয়েছে নির্বাচনী এলাকায় শতভাগ জন সম্পৃক্ততা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *