সংগ্রামের চেয়ে,কেন জনপ্রিয়তার শীর্ষে একরাম?

সংগ্রামের চেয়ে,কেন জনপ্রিয়তার শীর্ষে একরাম?

রাজনীতি

জানুয়ারি ৩, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান

গণজরিপের ফলাফল।কেন সংগ্রামের জনপ্রিয়তার শীর্ষে একরাম।৭ জানুয়ারী ২০২৪।রোজ রবিবার।অনুষ্টিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কলার ছড়ি প্রতিক নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিস্কৃত আলহাজ্ব এস এ কে একরামুজ্জামান সুখন।ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতিক নিয়ে এডঃ ইসলাম উদ্দিন দুলাল।বাসদ থেকে হাতুড়ি প্রতিক নিয়ে মোঃ বকুল হোসেন খাঁন।তবে মুল প্রতিদ্বন্ধিতাটা হবে সংগ্রাম আর একরামের মাঝে।

তৃণমুলে বিভিন্ন মহলে এক জরিপ চালিয়ে চা বিক্রেতা,পান বিক্রেতা মাছ বিক্রেতা,রিক্সা চালক,কাঠমিস্ত্রি,দিনমুজুর,ব্যবসায়ী,নির্মান শ্রমিক,বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ,ক্ষমতাসীন,বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে একরামের সফলতা আর সংগ্রামের ব্যর্থতার কারন।

ব্যর্থ কেন সংগ্রাম?
~~~~
২০১৬ সালের ১৬ ডিসেম্ভর সাবেক মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী এডঃ সায়েদুল হকের মৃত্যুর পর উপ- নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে সাত মাসের জন্য এমপি নির্বাচিত হন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।পরবর্তীতে আবারো ২০১৮ সালে পুনঃ পাঁচ বছরের জন্য এমপি নির্বাচিত হন তিনি।সাধারণ মানুষ জানায় সংগ্রাম তার জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা পালনে ব্যর্থ হয়েছেন।যেমন গোয়ালনগরকে পর্যটন এলাকায় পরিনত করা,নাসিরনগরে কারিগরি শিক্ষা প্রতিষ্টা করা।রাস্তাঘাটের উন্নয়ন না করা।মানুষের সাথে সু সম্পর্ক বা ভাল ব্যবহার না করা।ত্যাগী ও প্রবীণ আওয়ামীলীগের নেতাকর্মীদের দল থেকে দুরে রাখা।নব্য ও হাইব্রিডদের সাথে নিয়ে নাসিরনগর পরিচালনা করা।আওয়ামীলীগকে বাদ দিয়ে স্বেচ্ছাসেবকলীগ সৃষ্টি করে তাদের দ্বারা দল পরিচালনা করা সহ আরাে অসংখ্য কারনে ব্যর্থ হয়েছেন সংগ্রাম।

জনপ্রিয়তা শীর্ষে কেন একরাম?
~~~~~~
তিনি দেশের শীর্ষস্থানীয় ও সুপ্রতিষ্টিত একজন শিল্পপতি।তাছাড়াও তিনি দীর্ঘদিন ধরে নাসিরনগরের গণমানুষের ভাগ্যোন্নয়নের স্বপ্ন দেখছেন।তিনি পর পর আরো তিনটি নির্বাচন করে ব্যর্থ হয়েছেন।তিনি একজন ভাল ও উদার মনের মানুষ।দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগররে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের বিপদে আপদে,বন্যা,খড়া সহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গে মানুষের পাশে থেকে সেবা বিলিয়ে দিয়ে যাচ্ছেন।
আর এবারের নির্বাচনে নাসিরনগর বাসী আওয়ামীলীগের ভালো কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি সহ সকল শ্রেণীপেশার মানুষ একজোটবদ্ধ হয়ে সমর্থন জানিয়েছেন একরামুজ্জামানকে।

 

শীর্ষ খবর/ জচস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *