শেরপুরে ১২১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

শেরপুরে ১২১ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

দেশজুড়ে

জুন ২৫, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

সামিউল আলম সোহান

শেরপুর পৌরসভার আগামী ২০২৩-২৪ অর্থ বছরের ১২১ কোটি ৬১ লাখ ৬৯ হাজার ২৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে নিজস্ব তহবিলের আয় ধরা হয়েছে ১৯ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৮২০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার টাকা। এছাড়া সরকারি মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, ২৩ শহর প্রকল্প ও মূলধনসহ ১০২ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৪৭০ টাকা আয় এবং ৯১ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষণা উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।

এসময় মূল বাজেট পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম।

এসময় প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, কাউন্সিলর নাসিরুল আলম নাহিদসহ অন্যান্য কাউন্সিলরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *