শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাকে পদায়ন

শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাকে পদায়ন

জাতীয় স্লাইড

সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ণ

ঢাকার শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. গোলাম মোস্তফাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের লাইনওয়ারে পদায়ন করা হয়েছে।

সোমবার  ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

এদিকে শাহবাগ থানায় পুলিশ পরিদর্শক (অপারেশনস) পদে মো. গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরশাদ হোসেন। তিনি এর আগে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) ছিলেন।

উল্লেখ্য, শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে নির্যাতনের ঘটনায় রোববার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় পুনরায় জানানো হয়, এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

পরদিন সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *