রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন : রয় কিন

রোনালদো সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন : রয় কিন

খেলা স্লাইড

অক্টোবর ৪, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া দল ঘোষণার কল্পনাই করত না ওল্ড ট্রাফোর্ডের দলটি।

তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ ইউনাইটেডের হয়ে নয়টি শিরোপা জয়ে অবদান রয়েছে পর্তুগিজ তারকা রোনালদোর। কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দে নেই রোনালদো। যে কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে।

রোববার ম্যানসিটির কাছে ৬-৩ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ।

কোচের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন। রোনালদোর সঙ্গে ২০০৩-০৪ মৌসুমে এফএ কাপ জয়ে অবদান রাখা কিন বলেন, তাকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখাটাকে আমার কাছে হাস্যকর লাগে।

সাবেক এই মিডফিল্ডার আরও বলেন, আমি জানি তার চলে যাওয়ার জন্য ক্লাব ছিল। কেউ যদি এটা মনে করে যে তার যাওয়ার জন্য কোনো জায়গা নেই, সেটা হবে ফালতু ভাবনা। আমি যত দূর জানি, চলে যাওয়ার জন্য তার হাতে চার থেকে পাঁচটা ভালো বিকল্প আছে।

রোনালদোর সাবেক এই সতীর্থ আরও বলেন, আমার ধারণা, কোচই তাকে ধরে রাখছে। ঠিক আছে, আপনি যখন বলেন আপনার বিকল্প খেলোয়াড় দরকার, তখন আপনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখবেন কেন। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *