রুশপন্থী সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা

রুশপন্থী সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

ডিসেম্বর ৭, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের পার্লামেন্টের একজন সাবেক সদস্যকে মস্কোতে গুলি করে হত্যা করা হয়েছে। ইলিয়া কিভা নামে সাবেক ওই এমপি রুশপন্থী ছিলেন। ইউক্রেনের কাছ থেকে ‘দেশদ্রোহী’ আখ্যা পাওয়া কিভাকে বুধবার রাশিয়ার মস্কোর ওডিনসোভো এলাকার একটি পার্কে গুলি করে হত্যা করা হয়।

এদিকে এ হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। দেশটি বলেছে, ইউক্রেনের অন্যান্য বিশ্বাসঘাতকদের পরিণতিও হবে একই রকম।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় গোয়েন্দারা মস্কোর কাছে ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে কিয়েভ। জানা গেছে, মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো অঞ্চলের একটি পার্কে দেশদ্রোহী ইউক্রেনীয় এ সংসদ সদস্যকে হত্যা করা হয়।

রাশিয়ান তদন্তকারীরা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন। তারা সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছেন। ওই ব্যক্তি অজ্ঞাত অস্ত্র থেকে ইলিয়া কিভার ওপর গুলি চালায়। এতে ইলিয়া ঘটনাস্থলেই মারা যান। ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার আগে কিভা ইউক্রেনের পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি অনলাইনে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সমালোচনা করতেন। যুদ্ধের পুরো সময় তিনি রাশিয়ায় ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *