রুবলে রাশিয়া থেকে তেল কিনবে ভারতের রিলায়েন্স

রুবলে রাশিয়া থেকে তেল কিনবে ভারতের রিলায়েন্স

আন্তর্জাতিক

মে ৩১, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার চুক্তি করেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিশোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই তেল কেনা হবে রুশ মুদ্রা রুবলে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, এক বছরের এ চুক্তির আওতায় রুশ কোম্পানি রসনেফটের কাছ থেকে মাসে অন্তত ৩ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল কিনবে আম্বানির এই কোম্পানি।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমের দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার ধাক্কায় প্রাথমিকভাবে রাশিয়ার কিছুটা ক্ষতি হলেও পরবর্তীকালে তারা অনেকটা সামলে নেয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খোঁজার তাগিদ দিয়ে আসছেন মস্কোর ব্যবসায়িক অংশীদারদের। রাশিয়ান রুবলকে তিনি বাণিজ্যিক লেনদেনের বিকল্প মাধ্যম হিসাবে গড়ে তুলতে চাইছেন বলে মত পর্যবেক্ষকদের। সেই কারণেই রুবলে তেল কেনাবেচার এই চুক্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *