রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দেশজুড়ে

নভেম্বর ১, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ

আমির হোসেন, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে ২০২২ সালের এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অসীম রঞ্জন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ গাজী জসীমউদ্দীন, সহকারী অধ্যাপক মাকসুদা পারভীন, রেজাউল করিম, আমিনুল ইসলাম, শ্যামল চন্দ্র পাল, নীল কমল সানা, মোস্তফা কামাল প্রমূখ।

অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রাফসান, শুকরান, কেফায়া শাওন অর্নি, বৃষ্টি হালদার, রুপা সাহা এবং মেহেদী হাসান প্রমূখ।

উলে­খ্য ২০২২ সালে বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী ও ব্যবসায় ব্যবস্থাপনা টেক. (বিএমটি) থেকে ২৫০ জন শিক্ষার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করবেন। এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *