রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না : কাদের

রাজনীতি

জানুয়ারি ৮, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক 

রাজনীতিতে ভালো মানুষেরা আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা যারা রাজনৈতিক তারা রাজনীতিকে ভালো মানুষদের জন্য আকর্ষণীয় করে তুলতে পারেনি। যে কারণে ভালো, শিক্ষিত, সৎ এবং যোগ্য মানুষেরা রাজনীতির ধারে কাছে নেই। আমরা যারা রাজনীতি করি এই ব্যর্থতার দায় আমাদের স্বীকার করতেই হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তন জাতীয় পার্টি (জেপি)র সম্মেলনে বিশেষ অতিথির হিসাবে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ অন্যরা। ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এর হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা। পর পঁচাত্তরের বাংলাদেশের রাজনীতি উল্টো পথে হাঁটা শুরু করে। বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব হয়ে গেল। তারপর দেশের রাজনীতি ও গণতন্ত্রের দেওয়াল উঠে গেল। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ৩ নভেম্বর জেল হত্যার ঘটনা উঁচু দেয়ালকে আরও উঁচুতে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *