রমজান উপলক্ষে কনসার্ট স্থগিত করলো কুবির প্রতিবর্তন

দেশজুড়ে

মার্চ ৮, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন আয়োজিত ও এয়ারটেল আড্ডার সহযোগিতায় আগামী ১০ মার্চ কনসার্ট আয়োজনের কথা থাকলেও আসন্ন রমজান মাসকে বিবেচনায় নিয়ে কনসার্টটি স্থগিত করেছে সংগঠনটি। শুক্রবার (৮ মার্চ) কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মাহফুজ রাব্বি।

প্রতিবর্তনের সভাপতি মাহফুজ রাব্বি বলেন, “সবসময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভালো কিছু দেওয়ার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি। সম্প্রতি এয়ারটেলের সাথে একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আসন্ন রমজান মাস হওয়ায় এরকম আয়োজনকে অনেকেই ভিন্নভাবে দেখছেন। সেই দিক বিবেচনা করে কনসার্টটি স্থগিত করা হয়েছে।”

পরবর্তীতে পুনরায় কবে কনসার্টটি অনুষ্ঠিত হবে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ” আমরা আপাতত কনসার্টটি স্থগিত করার বিষয়টি এয়ার্টেলকে জানিয়েছি। তারা আমাদের কনসার্টটি ঈদের পর রিসিডিউল করবে বলে আশ্বস্ত করেছেন। পরবর্তী দিন,তারিখ ঠিক করে আমরা জানাবো।”

উল্লেখ্য, স্থগিত হওয়া কনসার্টটিতে শিরোনামহীন, ব্লু জিন্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল প্লাটফর্ম এবং প্রতিবর্তন গান পরিবেশনের কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *