যৌতুকের দাবিতে স্ত্রীকে জখম, ২১ দিনেও হয়নি মামলা

যৌতুকের দাবিতে স্ত্রীকে জখম, ২১ দিনেও হয়নি মামলা

দেশজুড়ে

জুলাই ১০, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

মোক্তার হোসেন, ডুমুরিয়া (খুলনা)

ডুমুরিয়ার কোমরাইল ধামালিয়া বটতলা মোড়ে পাষন্ড স্বামী জাহাঙ্গীর আলম মিঠু স্ত্রী জোসনাকে যৌতুকের দাবিতে পিটিয়ে গুরুত্ব আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার ২১ দিন পরেও থানায় মামলা না হওয়ায় ভুক্তভোগি উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন বলে শোনা যাচ্ছে। ঘটনাস্থল এবং থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, কোমরাইল গ্রামের ধামালিয়া বটতলা এলাকার জাহাঙ্গীর আলম মিঠু (৪২)এর সাথে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকুলিয়া বড়ঘাট গ্রামের গনি গাজীর মেয়ে জোসনা বেগম(৩৮) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই তাকে তার স্বামী নির্যাতন করে আসছে। তাদের সংসারে ১৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ জুন রাত আনুমানিক সাড়ে ৮ টায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মিঠু তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় মারাত্মক ক্ষত হয়। এ ঘটনায় জোসনার ভাই মোঃ ওবায়দুল ইসলাম এবং ভুক্তভোগি নিজে পৃথক দুটি আবেদন করেছেন ডুমুরিয়া থানায়। তাদের অভিযোগ গত ২১ দিন ডুমুরিয়া থানা কানো ব্যবস্থা গ্রহন করেনি। এ ব্যাপার চেচুঁড়ি পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম বলেন, জোসনার স্বামী তাকে মারপিট করার সত্যতা পাওয়া গেছে। এখনও মামলা নেয়া হয়নি কেন এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যেয়ে বলেন, স্থানীয় চেয়ারম্যান বলেছে ঘটনাটি মিমাংসা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *