নামাজ

যেভাবে অজু না করলে নামাজ আদায় হবে না

ধর্ম

সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ

অজুর ফরজ চারটি। এ চারটির মধ্যে যেকোনো একটি বাদ পড়লে অথবা চুল পরিমাণ কোনো স্থান শুষ্ক থাকলে অজু হবে না। আর অজু না হলে নামাজও আদায় হবে না। এজন্য আমাদের অজুর ফরজ আদায়ে সতর্ক থাকতে হবে।

অজুর ফরজগুলো হলো-

>>> পূর্ণ মুখমণ্ডল বা চেহারা একবার ধৌত করা। (সুরা: মায়েদা, আয়াত: ৬) মুখমণ্ডলের সীমানা হলো, দৈর্ঘ্যে চুলের উৎপাদনস্থল থেকে থুতনির নিচ পর্যন্ত, প্রস্থে এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত। (আল কামুসুল ফিকহি: ১/৩৭৩)

>>> উভয় হাত কনুইসহ একবার ধৌত করা। (সুরা: মায়েদা, আয়াত: ৬, বুখারি, হাদিস: ১৮০)

>>> মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা। (মুসলিম, হাদিস: ৪১২)

>>> উভয় পা টাখনুসহ একবার ধৌত করা। (সুরা: মায়েদা, আয়াত: ৬, বুখারি, হাদিস: ১৮০)। তবে ফরজ ছাড়াও অজুর সুন্নত ও মুস্তাহাব কাজ আছে। সেগুলো অজুকে আরো ফজিলতপূর্ণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *