যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী জুলি সুরের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী জুলি সুরের সঙ্গে রাষ্ট্রদূত ইমরানের সাক্ষাৎ

জাতীয় স্লাইড

ডিসেম্বর ১৫, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী মিজ জুলি সুরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠকটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটি কাটিয়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে গিয়েই বৈঠক করলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক স্মারক ঘোষণা করেন। এতে শ্রমমান বজায় না রাখা হলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন। এ কারণে বিষয়টিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বৈঠকের পর পরই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে রাষ্ট্রদূত এবং ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবারের ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লির সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *