ম্যাচ হারের কারণ জানালেন জ্যোতি

ম্যাচ হারের কারণ জানালেন জ্যোতি

খেলা

ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

নারী টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ দল। রোববার দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথম দিকে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের পরও শেষ দিকের ব্যর্থতায় বড় ব্যবধানে হারে লাল-সবুজরা।

ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান হারের কারণ। তিনি বলেন, ‘পাওয়ার প্লে’র সময় আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর আমরা কোনো বাউন্ডারি পাইনি। এরই মূল্য দিতে হয়েছে।’

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও যেন এমন পরিস্থিতি না হয়, সেজন্য হার্ডহিটিং নিয়ে আরও কাজ করার প্রত্যাশা জ্যোতির, ‘আমরা পরের ম্যাচগুলোতে পাওয়ার প্লে’র এই ব্যাটিংটা করে যেতে চাই। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের। শেষ দিকে আমরা উইকেটও বেশি হারিয়েছি।’

ম্যাচে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মারুফা। ১৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে জ্যোতি বলেন, ‘মারুফা আজ সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। সে মাত্রই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে এসেছে এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা দেখিয়েছে। এছাড়া আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়েই ভাবছি।’

আসরের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। ইনিংসের ১১ ওভার পর্যন্ত চালকের আসনে শামীমা সুলতানারাই ছিলেন। কিন্তু শেষদিকে শতরানের জুটিতে লঙ্কানদের জয়ের পথ সুগম করে দেন হারশিথা মাদাবি এবং নিলাক্ষি ডি সিলভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *