মোহাম্মদ আমিরের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-রমিজ

মোহাম্মদ আমিরের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-রমিজ

খেলা

মার্চ ১৯, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমিরের বোলিং দেখে মুগ্ধ দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম ওভারে উইকেট পাননি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে দিয়েছেন মাত্র ২ রান। আমিরের করা সেই ওভারটি নিয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা।

কিংবদন্তি ওয়াকার তো পাকিস্তানের আরেক বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে এই ওভারটি দেখতেও বলেছেন।

ওয়াকার বলেছেন, ‘আশা করছি শাহিন আফ্রিদি এটা দেখছে, কারণ ওর এমনটাই বেশির ভাগ সময়ে করা উচিত। যদি শুরুর দিকে বল সুইং না করে, লেংথে হিট করো।’

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘সত্যিই ভালো বোলিং করেছে। লেংথের দিকে লক্ষ্য করুন। ও একটা লেংথ বেছে নিয়েছে। সেখানেই বল করেছে, ব্যাটসম্যানকে সিদ্ধান্তহীনতায় ফেলেছে।’

ইসলামাবাদের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন আমির। যদিও ম্যাচ হেরে ছিটকে যায় তার দল। পুরো টুর্নামেন্টে আমির ৯ ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি, ইকোনমি ৮.৪১।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া মোহাম্মদ আমির প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, ‘এখনো পাকিস্তান দলে আমির সহজে ঢুকতে পারবে। ও হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন আফ্রিদির ক্যাটাগরির। আমিরের পাকিস্তানের হয়ে খেলা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *