মুন্সীগঞ্জে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই: মৃণাল কান্তি দাস এমপি

রাজনীতি

জুন ৮, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

অনু হাসান, মুন্সীগঞ্জ

দীর্ঘ ১২ বছর পর মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে ৫ জুন, সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

মৃণাল কান্তি দাস বলেন, এ দেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতি কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নের মধ্যেই নির্ভর করে।

তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে অসংখ্য সমস্যা ছিল। এসবের মধ্যেই তিনি কৃষি অবকাঠামো গড়ে তুলেছিলেন। স্বল্পমূল্যে সার ও বিনামূল্যে ডিজেল বিতরণ করেছিলেন কৃষকের কষ্ট লাঘব করা জন্যই। বঙ্গবন্ধু বুঝেছিলেন কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভবপর নয়।

তিনি আরও বলেন, আমরা কারও সাথেই শত্রুতা চাই না। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, শ্রমিক লীগের গজারিয়া উপজেলার শাখার সভাপতি আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *