মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা

মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা

খেলা

অক্টোবর ৯, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ

চলমান নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলংকা নারী দল। এ ম্যাচে ব্যাট করতে নেমে শূন্য রানেই ৫ উইকেট হারিয়েছিল মালয়েশিয়া।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে বল হাতে রীতিমতো তাণ্ডব চালান মালশা শেহানি। তার নৈপুণ্যেই শূন্য রানে ৫ উইকেট হারানো মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ৩৩ রানেই।

শ্রীলংকার বিপক্ষে টি-২০ ক্রিকেটে এটাই কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এছাড়া টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মালয়েশিয়ার মেয়েরাই ২০১৮ সালের আসরে ভারতের বিপক্ষে ২৭ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়েছিল।

শনিবার শ্রীলংকাকে ১০০ পার করিয়ে দেওয়ার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটার ওশাদি রানাসিংহের। আট নম্বরে নেমে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৪ বলে ২১ ও নীলাক্ষ্মী ডি সিলভা ২৩ বলে ২১ রানের ইনিংস খেলেন।

পরে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। একপর্যায়ে ৭.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে পরের ১৩ বলে আর কোনো রান করেই বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মালয়েশিয়া।

ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে ১.৫ ওভারে মাত্র ২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা। এছাড়া সুগন্ধিকা কুমারি ও ইনোকি রানাভিরার শিকার দুইটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *